22 SEP 2025
BY- Aajtak Bangla
অফিসে কাজের ফাঁকে হোক বা পাড়ার রকে আড্ডা, চা-এ চুমুক না দিলে মন ভাল হয় না।
চা-এর সঙ্গে অনেকেরই সিগারেট খাওয়ার অভ্যাস রয়েছে। কাজের ফাঁকে বারবার ধূমপান এবং চা না খেলে চলে না অনেকেরই।
অনেকে চা-এর ভাঁড় হাতে নিয়েই সিগারেটে সুখটান দিতে ভালোবাসেন। এতে তৃপ্তি পান তারা।
জানেন কি, চা-এর সঙ্গে সিগারেট খেলে আদৌ শরীরের ক্ষতি হয় কি না।
ধূমপান এমনিই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই চা-এর সঙ্গে হোক বা না হোক, সিগারেট খাওয়াই অনুচিত।
বিশেষজ্ঞদের একাংশ আবার মনে করেন, চা-এর সঙ্গে সিগদারেট খাওয়া আরও বিপজ্জনক।
চা-এর সঙ্গে সিগারেট খেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। ব্রেনসট্রোকেরও সম্ভাবনা থাকে।
চা এবং সিগারেট একসঙ্গে খেলে ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে।
চা-এর সঙ্গে সিগারেট খেলে প্রজনন ক্ষমতার ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে।