24 July, 2023

BY- Aajtak Bangla

সময়ে চিকিৎসায়  সারে ক্যানসার,  চিনুন ১০ লক্ষণে

v

ক্যানসার মারণ রোগ। ভারতেও তা ক্রমবর্ধমান। ক্যান্সার চিনুন ১০ লক্ষণে।

প্রস্রাব বা মলত্যাগের সময় রক্তপাত হলে সতর্ক হোন। মলের রক্ত ​​কোলন বা মলদ্বার ক্যানসারের উপসর্গ। 

শরীরে পর্যাপ্ত পরিমাণে লাল রক্তকণিকা তৈরি না হলে অ্যানিমিয়া হয়। লিউকেমিয়া ও লিম্ফোমার লক্ষণও হতে পারে

টানা কাশি বা কণ্ঠে ভারীভাব ফুসফুসের ক্যানসারের প্রধান উপসর্গ।

পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম পেয়েও ক্লান্ত বোধ করা লিউকেমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সারের লক্ষণ। 

স্তনের আকারে পরিবর্তন বা পিণ্ড স্তন ক্যানসারের লক্ষণ। স্তনের চারপাশে রঙের পরিবর্তন বা অস্বাভাবিক স্রাব। 

গিলতে সমস্যা হচ্ছে? গলা, ফুসফুস বা পেটের ক্যানসারের লক্ষণ। 

দীর্ঘদিনের জ্বর ব্লাড ক্যানসারের বড় লক্ষণ। 

অবিরাম মাথাব্যথা যা ওষুধ খাওয়া সত্ত্বেও দুই সপ্তাহের বেশি সময় ধরে থাকলে টিউমারের লক্ষণ।

পেট ফুলে থাকা এবং খিদে কমে যায়। দুই সপ্তাহের বেশি সময় ধরে চললে কোলন ক্যানসার বা গ্যাস্ট্রিক ক্যান্সারের লক্ষণ। 

শরীরের কোনও অংশের ব্যথা বা ঘা না সারলেও ক্যানসারের লক্ষণ।