25 JANUARY 2025
BY- Aajtak Bangla
পড়াশুনা করে চাকরি করলে নাকিগাড়ি চালিয়ে কলকাতা শহরে বেশি আয় করা যায় জানা আছে?
অনেকেরই এই বিষয়ে জানা নেই। তাই জেনে নিন আনুমানিক একটি ধারণা।
কলকাতায় একজন গাড়ি চালকের গড় বেতন প্রতি মাসে প্রায় ১৬, ২৮৩ টাকা।
ড্রাইভিংয়ের সময় এবং নিয়োগকর্তার উপর নির্ভর করে বেতন পরিবর্তিত হতে পারে।
ড্রাইভাররা প্রতি বছর ১.২ লক্ষ-২.৮ লক্ষের মধ্যে আয় করেন।
যাঁরা ওলা, উবর চালান তাঁরা মাসিক ২৫,৩৭৬– ২৬, ৮০৯ টাকা আয় করেন। তাঁদের বার্ষিক আয় ২.৫- ৩ লক্ষ টাকা।
যদি কেউ নিজের গাড়ি চালান তাঁরা মাসিক ১ লক্ষ টাকাও আয় করেন। কোনও সেলিব্রিটি, শিল্পপতিদের ড্রাইভাররাও মোটা বেতন পান।
এখন প্রশ্ন হল যারা পড়াশুনা করে চাকরি করেন, তাদের বেতন কত?
কলকাতায় একজন নিম্ন-পদস্থ কর্মচারী ইন্ডাস্ট্রি, কোম্পানি এবং নির্দিষ্ট ভূমিকার উপর নির্ভর করে প্রতি মাসে প্রায় ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বেতন আশা করতে পারেন।
অফিস পিয়ন, ডেটা এন্ট্রি অপারেটর এবং জুনিয়র সহকারী, রিসেপশানিস্ট সাধারণত এই সীমার মধ্যে পড়ে। সরকারি সেক্টরের ভূমিকা বেতন স্তরের স্কেলের উপর ভিত্তি করে সামান্য বেশি দিতে পারে।