17 May, 2024

BY- Aajtak Bangla

হঠাৎ গাড়ির ব্রেক ফেল! বাঁচতে কী করবেন?

BY- Aajtak Bangla

বেশ গতিতেই গাড়ি নিয়ে ছুটছেন গন্তব্যের দিকে। হঠাৎ খেয়াল করলেন, গাড়ির ব্রেক কাজ করছে না। সেই সময় অনেকেরই মাথাও কাজ করে না। 

নানা ভুলভাল কাজ করে ফেলেন কেউ কেউ। তাতে জীবননাশের মতো ঘটনাও ঘটতে সময় লাগে না। কী করবেন তখন? 

দরজা খুলে পা নামানো নয়। আপনার পা মচকে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারেন।

আধুনিক অনেক গাড়িতেই এখন ইলেকট্রিক হ্যান্ডব্রেক থাকে। সেই সুইচটি একটু টেনে ধরবেন। তবে হ্যাঁ, টেনে ধরে রাখবেন। টেনেই ছেড়ে দেবেন না। টেনে কিছুক্ষণ ধরে রাখলেই দেখবেন গাড়ি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে, গতিও কমছে। 

গতি কমে গেলে সুযোগ বুঝে গাড়িটা রাস্তার পাশে কোথাও থামিয়ে নিকটবর্তী গাড়িচালকদের হর্ন দিয়ে সতর্ক করুন। তাঁরা যাতে নিরাপদ দূরত্ব বজায় রাখেন।

লো গিয়ারে গাড়ি চালান। এতে গাড়ির গতি কমে আসবে। গাড়ি থামাতে সুবিধা হবে।

ব্রেক প্যাডেল চাপতে থাকুন। সেটি সাড়া না দিলেও থামলে চলবে না। ব্রেক প্যাডেল একটানা চাপতে থাকলে প্যাডেলের ওপর সামান্য হলেও চাপ তৈরি হবে। তাতে গাড়ির গতি কমে যেতে পারে।

পথের কোথাও ফাঁকা জায়গা থাকলে গাড়িটি সেখানে নিয়ে যান। বালি বা মাটির রাস্তা থাকলে সেখানে চালানোর চেষ্টা করুন। এর ফলে ঘর্ষণে গাড়ির গতি এমনিতেই কমে আসবে। 

গাড়িতে যদি স্পিড ব্রেক থাকে, তাহলে সেটাতেও চাপ দিতে থাকুন। গাড়ির গতি ধীরে ধীরে কমে আসবে।