BY- Aajtak Bangla
5 APRIL, 2025
রোজকার জীবনে রান্নাঘরে যেসব উপকরণ লাগে, তার মধ্যে অন্যতম এলাচ।
রান্নায় এলাচ দিলে স্বাদ বেড়ে যায়। ফলে খাবার টেস্টি হয় খেতে।
জ্যোতিষ মতে, এলাচ দিয়ে এই কাজগুলি করলেই ভাগ্যের চাকা ঘুরে যাবে। জেনে নিন...
শুক্রবার ৩টে এলাচ রুমালে বেঁধে কাছে রাখলে স্বামী-স্ত্রীর ভালবাসা বেড়ে যাবে কয়েক গুণ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট এলাচ, ৫টি মিষ্টি এবং শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করে জল অর্পণ করলে মহিলাদের বিয়ে হবে শীঘ্রই। পুরুষরা এই কাজ শুক্রবার করুন।
এলাচ দুধে ফুটিয়ে কোনও গরিবকে খাওয়ালে পড়ুয়ারা সাফল্য পাবেন।
সবুজ কাপড়ে এলাচ বেঁধে বালিশের নীচে রাখলে চাকরিতে পদোন্নতি হবে।
বৃহস্পতিবার সকালে ৫টি এলাচ এবং হলুদ কাপড় কোনও দরিদ্রকে দান করলে সুন্দরী স্ত্রী জুটবে জীবনে।