BY- Aajtak Bangla
3 June 2024
রান্নাঘরে নানা মশলার মধ্যে অন্যতম হল এলাচ। রান্নায় এলাচ দিলে স্বাদ বেড়ে যায়।
এলাচের অনেক গুণ রয়েছে। ঘরের কোণে এলাচ রাখলে সুবাস ছড়ায়।
এই এলাচই আবার যে কারও জীবন বদলে দিতে পারে। জ্যোতিষ মতে, এলাচ খুবই শুভ।
রাতে সবুজ কাপড়ে এলাচ বেঁধে বালিশের নীচে রেখে ঘুমিয়ে পড়ুন। পরের দিন ওই এলাচ কাউকে দান কপুন। এতে চাকরিতে উন্নতি হবে। ।
কয়েকটি এলাচ দুধে ফুটিয়ে কাউকে খাওয়ালে পড়াশোনায় উন্নতি হয়। . .
বৃহস্পতিবার ঠাকুরকে মিষ্টি এবং এলাচ অর্পণ করে ঘিয়ের প্রদীপ জ্বালালে বিয়ের প্রস্তাব আসে। . .
৩টি এলাচ জলে ফুটিয়ে সেই জল স্নানের জলে মেশালে সাফল্য আসে।
হাতের মুঠোয় ৫টা এলাচ কিছুক্ষণ রেখে সেগুলি মুখে দিয়ে কোনও কাজে বেরোলে সাফল্য আসবে।