13 May, 2024

BY- Aajtak Bangla

হেনার সঙ্গে মেশান এই তেল, পাকা চুলে দিলেই হবে চকচকে কালো 

আপনার চুল কি দ্রুত পাকছে? চুল কালো করুন প্রাকৃতিক উপায়েই। 

হেনা কেবল চুলের রং ফেরায় তা-ই নয় মাথার ত্বকে রক্ত সঞ্চালনও বাড়ায়।

রাসায়নিক ডাই লাগালে চুল রুক্ষ হয়। কিন্তু হেনার সঙ্গে একটি তেল মেশালে চুলের রং ফেরে, জেল্লা বাড়ায়। 

হেনার সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে চুল কালো হয়। বাড়ে জেল্লাও। কীভাবে মেশাবেন সেটা জানুন।

খাঁটি ক্যাস্টর অয়েল একটি পাত্রে নিন। গ্যাসে ধীরে ধীরে গরম করুন। 

ওই গরম তেলে ১ কাপ খাঁটি হেনা পাউডার দিন। সেটা মিশিয়ে দিন ভালো করে।

গ্লাভস পরে আলতোভাবে চুল আলাদা করুন। তারপর চুলের সব অংশে লাগান এই হেয়ার মাস্ক।

চুলে ১ ঘন্টা রাখুন। তারপর ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।

ক্যাস্টর অয়েলে আছে ভিটামিন, ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনের মতো পুষ্টিগুণ। চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

ক্যাস্টর অয়েল ও মেহেন্দি মাথার ত্বকে রক্ত ​​সঞ্চালন বাড়ায়। চুলের ফলিকল পরিষ্কার করে। মাথার ত্বকে আর্দ্রতা ধরে রাখে।