BY- Aajtak Bangla
10th February, 2025
অনেকেই বাড়িতে বেড়াল পোষেন অথবা রাস্তার বেড়ালকে খেতে দেন, আদর করেন।
আর সেটা করতে গিয়ে বেড়ালের কামড় খেলে কী করবেন? তাই উচিত বিড়ালের কামড়কে অবহেলা না করা।
বেড়াল কামড়ালে প্রথমেই ডাক্তারের কাছে গিয়ে ইঞ্জেকশন নিয়ে নিন।
বেড়ালের কামড়কে হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ বিড়াল কোনও সংক্রামিত পশুর সংস্পর্শে থাকতে পারে বা কুকুরের কামড় খেতে পারে।
বেড়ালের কামড় থেকে হতে পারে বিপজ্জনক রোগ। চিকিৎসকদের মতে, সাধারণত মানুষ বিড়ালের কামড়কে ছোটখাটো আঘাত ভেবে উপেক্ষা করে, যা একদমই উচিত নয়।
বেড়ালের কামড়ে হাইড্রোফোবিয়া নামক রোগ হতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক।
এই রোগ তখনই বেশি ক্ষতিকর হয়ে ওঠে, যখন বেড়াল আগে থেকেই র্যাবিসে আক্রান্ত থাকে। তাই, বেড়াল কামড়ালে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।
কুকুর বা বিড়াল কামড়ালে ক্ষতস্থানে ৫ থেকে ১০ মিনিট ধরে কলের তলায় আক্রান্ত জায়গাটি রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কিছুটা কমে যায়।
এরপর ঘরে থাকা অ্যান্টিসেপটিক মলম লাগানো যেতে পারে। তারপর সবচেয়ে কাছের হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে।
চিকিৎসকদের মতে, বিড়ালের কামড়ের পরেও ৪ থেকে ৫টি ইনজেকশন নিতে হয়— যা ১ম, ৩য়, ৭ম ও ২৮তম দিনে দেওয়া হয়।