17 APRIL 2025
BY- Aajtak Bangla
কিছু প্রশ্নের কোনও উত্তর আমাদের কাছে থাকে না। এমন অনেক কিছুই আমাদের জানা থাকে না। তেমনই একটা প্রশ্ন হল, কোন সবজিকে বিড়াল ভয় পায়?
যেখানে সারা বিশ্ব থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। একই ধরনের কিছু প্রশ্ন এবং তার উত্তর জেনে রাখা জরুরি।
ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ বাঁধ হল তেহরি বাঁধ।
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাতের।
কলিযুগে ভগবান বিষ্ণু কোন রূপে অবতারণা করবেন? কলিযুগে ভগবান বিষ্ণু কল্কি রূপে অবতারণা করবেন।
বিড়াল দেখলে ভয় পায় এমন সবজি কোনটি? বিড়াল শসাকে সবচেয়ে বেশি ভয় পায়। বিশেষজ্ঞরা বলছেন, বিড়াল শসাকে সাপ ভেবে ভয় পেয়ে যায়। দেখল লেজ উচিয়ে পালায়।
ভয়ঙ্কর কলিযুগের পর কী হবে? এর পর আবার সত্যযুগ উঠবে।