11 SEPTEMBER 2025

BY- Aajtak Bangla

বাড়িতে যখন তখন বিড়াল ঢুকে আসে? ৩ ট্রিকে আটকান

বিড়াল ঢুকে মাছ চুরি করে পালানো সব ঘরের কিস্সা। বিড়াল বাড়ি ঢোকা আটকাতে কিছু ট্রিকস শিখে নিন।

রোজ রোজ এই ঘটনা ঘটলে খুব সমস্যার হয়ে দাঁড়ায়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়া খুব সহজ।

বিপথগামী বিড়ালকে বাড়ি ঢোকা আটকাতে এই ৪ ট্রিকস মেনে চলুন।

বাইরে খাবার না পেলে বিড়াল অনেক সময় লোকের বাড়িতে চলে আসে। খিদের জ্বালাই একমাত্র কারণ।

এর জন্য সবার আগে যা করতে হবে, যে ঘরে রান্না করা খাবার রাখবেন সে ঘরের দরজা জানলা বন্ধ রাখবেন।

যে জায়গা দিয়ে বিড়াল বারবার আসে সেই জায়গা বন্ধ রাখুন।

অনেক সময় শান্তিতে ঘুমোতে বিড়াল বাড়ি আসে, এদের জন্য বাড়ির বাইরে ঘর বানিয়ে দিতে পারেন, বাইরে খেতে দিতে পারেন। রোজ একই জায়গায় খাওয়ানো অভ্যেস করালে তারা বাড়ি আসে না।

এছাড়া, ডিম সেদ্ধর খওলা বা লেবুর খোসা বাড়ির চারদিকে রাখলে সেই গন্ধে দূরে থাকে।

বাড়িতে মোশন লাইট লাগাতে পারেন, এটা তাদের জন্য বিরক্তিকর। ওরা কোনও জিনিস নড়তে বা দুলতে দেখলে খুব বিরক্ত হয় আর তারা সেখান থেকে পালায়। আবার বাড়ির চারপাশে কুকুর পুষলেও বিড়াল ভয় পায়।