BY- Aajtak Bangla

বিড়ালের মিঁয়াও ডাকের মানে কী বলুন তো, শিক্ষিতরাও জানেন না

7 APRIL, 2025

আমাদের চারপাশে বিড়াল থাকেই। অনেকে আবার বিড়ালকে বাড়িতে রাখেন।

বিড়াল

বাস্তু মতে, ঘরে বিড়াল থাকা শুভ। অনেক কিছুর ইঙ্গিত দেয় বিড়াল।

শুভ

বিড়ালরা থেকে থেকেই মিঁয়াও মিঁয়াও করে ডাকে।

মিঁয়াও

বিড়ালদের ডাক হল মিঁয়াও মিঁয়াও। কিন্তু এর মানে কী? কী বলতে চায় ? .

বিড়ালের ডাক

বিশেষজ্ঞদের মতে, অনেক সময় বাচ্চাদের খোঁজার সময় মিঁয়াও মিঁয়াও করে বিড়ালরা।

মানে কী?

আবার অনেকের মতে, মনোযোগ আকর্ষণ করার জন্য এই ডাক দেয় বিড়ালরা।

মনযোগ

অনেক সময় আনন্দ ও বেদনা প্রকাশের সময় এমন শব্দ করে বিড়ালরা।

আনন্দ

কোনও কোনও বিশেষজ্ঞের মতে, একে অপরের সঙ্গে যোগাযোগ করতে এই শব্দ ব্যবহার করে বিড়ালরা।

যোগাযোগ