BY- Aajtak Bangla

ডিভোর্স হওয়ার পিছনে রয়েছে এই বড় কারণ, জানালেন মোটিভেশনল স্পিকার বিকে শিবানী

9th April, 2024

বলা হয় কোনও সম্পর্ক যেমন গড়তে বহুদিন সময় লাগে, সেটা ভাঙতে এক সেকেন্ডও সময় নেয় না।

সেই কারণে সম্পর্কগুলোকে খুব সাবধানে রাখতে হয়। স্বামী-স্ত্রীর সম্পর্ক সেরকমই, যেখানে ঝগড়া, মতবিরোধ থাকার পরও সম্পর্ক যেন অটুট থাকে।

কিন্তু অনেক ক্ষেত্রে স্বামী-স্ত্রীর এই সম্পর্ক ভেঙে যায়। কেউই বুঝতে পারেন না যে কেন এই সম্পর্ক ভাঙল।

মোটিভেশনল স্পিকার সিস্টার শিবানী এই বিয়ে ও ডিভোর্স নিয়ে কিছু কথা বলেছেন যা খুবই গুরুত্বপূর্ণ।

শিবানী বলেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে দম্পতিদের যদি জিজ্ঞেস করা হয় যে কেন তাঁরা ডিভোর্স চাইছেন, তাঁরা কারণ হিসাবে বলেন কিছুই না।

ওই দম্পতিদের কথায় তাঁরা সেই সম্পর্কে থেকে কিছুই পাচ্ছেন না তাই ডিভোর্স নিতে চান। শিবানীর কথায়, যদি সম্পর্ক থেকে কোনও প্রত্যাশাই না থাকে তাহলে এই সম্পর্কে এসেছিলেন কেন। 

শিবানীর কথায়, দাম্পত্য জীবনে দেওয়া-নেওয়া এই নীতি থাকলে সেই সম্পর্কে ফাটল দেখা দেবে।

তাই বিয়ের পর পরই স্বামী-স্ত্রীকে এটা বুঝতে হবে যে দুজনকেই সমানভাবে সম্পর্ককে টিকিয়ে রাখতে হবে।

শিবানীর কথায়, স্বামী-স্ত্রী উভয়ের সমান অবদান থাকবে সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য।