BY- Aajtak Bangla
6 APRIL, 2025
গরম থেকে রেহাই পেতে আমাদের সকলেরই ভরসা সিলিং ফ্যান।
ঘরে মাথার উপর বনবন করে ঘুরতে থাকে সিলিং ফ্যান। কিন্তু ভাবুন, হঠাৎ যদি ফ্যান খারাপ হয়, তা হলে কী সমস্যাতেই না পড়তে হয়।
এসব ভুলেই ঘরের সিলিং ফ্যান আচমকা খারাপ হয়ে যায়, জেনে রাখুন...
সিলিং ফ্যান গরমে সকলের বাড়িতেই একটানা চলে। ঘণ্টার পর ঘণ্টা ফ্যান চললে খারাপ।
কিছুটা সময় ফ্যান বন্ধ রাখুন। তা না হলে ফ্যানের মোটর পুড়ে যেতে পারে।
অন্তত টানা ৮ ঘণ্টা ফ্যান চালানোর পর কিছুক্ষণ বন্ধ রাখুন।
সিলিং ফ্যান নিয়মিত পরিষ্কার করুন। ফ্যানে ধুলোবালি জমলে খারাপ হতে পারে।
সিলিং ফ্যান সবসময় ফুল স্পিডে চালান। কম স্পিডে চালালে খারাপ হতে পারে।