BY- Aajtak Bangla

সিলিং ফ্যান সারাক্ষণ চালালেও কারেন্টের বিল কম আসবে, শুধু লাগান এই জিনিস

6 April  2024

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। ফ্যান ছাড়া এক মুহূর্তও টেকা যাবে না।

গরমের সময় তাই সিলিং ফ্যানের চাহিদা বাড়ছে।

প্রায় প্রত্যেকের বাড়িতেই সিলিং ফ্যান রয়েছে।

গরমে আবার যেহেতু সারাক্ষণ সিলিং ফ্যান চলে, তাই বিদ্যুতের বিল বেশি হয়।

 অনেকেই তাই বিল কমানোর জন্য মাঝেমধ্যে গরম সহ্য করে ফ্যান বন্ধ রাখেন। তবে এভাবে ফ্যান চালালে বিদ্যুতের বিল কম আসবে।

রেগুলেটরের মাধ্যমে আমরা ফ্যানের গতি কমাই বা বাড়াই। বিদ্যুৎ খরচও নিয়ন্ত্রণ করে রেগুলেটর।

বাজারে ইলেক্ট্রনিক রেগুলেটর পাওয়া যায়। এই রেগুলেটর ব্যবহার করলে যত স্পিডেই ফ্যান চালান না কেন বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে থাকবে।

দোকানের পাশাপাশি বিভিন্ন অনলাইন সাইট থেকেও এই রেগুলেটর কিনতে পারবেন।  

এই রেগুলেটর ব্যবহার করে সিলিং ফ্যান চালালে বিদ্যুৎ সাশ্রয় হয়।