23 April, 2024

BY- Aajtak Bangla

গরমে অনবরত চলছে ফ্যান, জানুন কোন নম্বরে চালালে ইলেকট্রিক বিল আসবে নামমাত্র

এই গরমে ফ্যান ছাড়া থাকা খুব কঠিন ব্যাপার। অনেকের বাড়িতেই এসি নেই তাদের ভরসা এই ফ্যানেই।

কিন্তু অনেকে বিদ্যুৎ বিলের কথা চিন্তা করে ফ্যান আস্তে করে চালাতে বাধ্য হচ্ছেন। কিন্তু তা করলে কি কোনও লাভ হচ্ছে?

বেশিরভাগ মানুষ বিল কম আসার জন্যে ৫ এর বদলে ৪-এ ফ্যান চালান। কিন্তু আপনি কি জানেন ৫, ৪, ৩, ২ ঠিক কততে চালালে আপনার ফ্যান ঠিক থাকবে এবং বিলও কম আসবে?

আসলে আপনি ৫-এ চালালেও যা কারেন্ট পুড়বে ২ বা ৩-এ চালালেও একই কারেন্ট পুড়বে। কিন্তু এর সমাধানও আছে।

বাজারে দুই ধরনের রেগুলেটার পাওয়া যায়। কিন্তু আপনাকে বেছে ভালটা কিনতে হবে যাতে বিলের খরচা থেকে আপনি রেহাই পেতে পারেন।

একটি রেগুলেটার আছে যার দ্বারা ফ্যানের স্পিড কমালে বিল কম উঠবে। অপরটিতে জোরে ফ্যান চালালেও বিল বেশি আসবে না। কিন্তু এই রেগুলেটার সাইজে খুব বড় হয়ে থাকে।

আপনি যদি কারেন্টের বিলের চাপ একদম মাথা থেকে ঝেরে ফেলতে চান তাহলে বাড়িতে ইলেকট্রনিক রেগুলেটার লাগিয়ে নিতে পারেন। সমস্যা একটাই এটি লাগাতে অনেক টাকা খরচা হয়ে থাকে।

আপনি এই রেগুলেটার যে কোনও ইলেকট্রিকের দোকানেই কিনতে পেয়ে যাবেন। নাহলে অনলাইন ওয়েবসাইটে খুঁজতে পারেন।

পুরনো অভ্যাস বাদ দিয়ে আজকেই নিজের বাড়িতে ইলেকট্রনিক রেগুলেটার লাগিয়ে নিন। আর চাপমুক্ত থাকুন।