BY- Aajtak Bangla
9 May 2025
গরমে ফ্যান ছাড়া গতি নেই। প্রত্যেকের বাড়িতেই সিলিং ফ্যান রয়েছে।
যা গরম পড়েছে, তাতে সবসময়ই প্রায় সিলিং ফ্যান চালাতে হচ্ছে।
তবে অনেক সময়ই সিলিং ফ্যানের স্পিড কমে যায়। ফলে জোরে হাওয়া পাওয়া যায় না।
তাই সিলিং ফ্যান কেনার সময় এই বিষয়গুলি জানতে হবে। তা হলেই ফ্যানের হাওয়া পাবেন ভাল। জেনে নিন...
ফ্যান কেনার সময় এর আকারটি দেখে নিতে হবে। আপনার ঘর কতটা বড়, সেই মাপ মতো সিলিং ফ্যান কেনা উচিত।
অনেকেরই ধারণা, ফ্যানের ব্লেড বেশি থাকলে বোধহয় বেশি হাওয়া পাওয়া যায়। এটা পুরোপুরি ভুল। ।
ফ্যানের ব্লেড বেশি থাকলে বরং কম বাতাস ছড়ায়। তাই বেশি ব্লেডের ফ্যান না কেনাই ভাল।
সিলিং ফ্যান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কিছুটা সময় ফ্যান বন্ধ রাখা উচিত।