18 April 2025
BY- Aajtak Bangla
গরমে ভরসা বাড়ির সিলিং ফ্যান। গরম থেকে বাঁচতে ফ্যান ছাড়া ভাবা যায় না।
গরমে সারাক্ষণই সিলিং ফ্যান চালু রাখতে হয়। তা না হলে টেকা দায়।
টানা সিলিং ফ্যান চালালে সমস্যা হতে পারে। খারাপ হতে পারে সিলিং ফ্যান।
বিশেষজ্ঞদের মতে, একটানা সিলিং ফ্যান চালানোর পর বন্ধ রাখতে হবে। কতক্ষণ বন্ধ রাখা উচিত?
ঘণ্টার পর ঘণ্টা ধরে সিলিং ফ্যান চালালে ফ্যানের কয়েল পুড়ে যেতে পারে।
পুড়ে যেতে পারে ফ্যানের মোটর।
তাই প্রতি ৬ থেকে ৮ ঘণ্টা অন্তর অন্তত ১ ঘণ্টা বন্ধ রাখা উচিত সিলিং ফ্যান।
আর হ্যাঁ, কম স্পিডে ফ্যান চালাবেন না।