25 February 2024

BY- Aajtak Bangla

৬০ বছরেও যৌবন ধরে রাখতে চান? খান গ্রাম বাংলার এই পাতার রস

আমাদের হাতের কাছেই কিছু ভেষজ গাছ রয়েছে, যেগুলি অত্যন্ত অল্প দামে বা একটু খুঁজলে বিনামূল্যেও পাওয়া যায়, আমরা জানি না।

অনেক সময় জেনেও, বিশ্বাস হয় না। তেমনই একটি ভেষজ উদ্ভিদ হল থানকুনি। বয়স বাড়লেও, যৌবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস।

পেটের রোগ নিরাময়ে থানকুনি পাতা কার্যকর। যে কোনও পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই পাতা হজমপ্রক্রিয়ার উন্নতিতে সহায়তা করে। ফলে ওজন কমতে সাহায্য করে।

প্রতিদিন থানকুনি পাতার রসের সঙ্গে এক চামচ মধু, মিশিয়ে খেলে যাবতীয় টক্সিন বেরিয়ে যাবে। শরীর থাকবে ফুরফুরে। আবার এই পাতার মধ্যে থাকে ভেষজ গুণ। যা যৌনজীবনকে সক্রিয় রাখে।

মানসিক রোগীদের বিশেষ করে যাঁরা বেশি চিন্তা করেন তাঁদের জন্য এই পাতা বিশেষ উপকারী।

এতে থাকা কিছু উপাদান স্যারোটনিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে কর্টিসল মানে স্ট্রেস হরমোনের প্রভাব কমতে শুরু করে।

মাড়ি থেকে রক্ত পড়া বা দাঁতে ব্যথা হলে এই পাতা সিদ্ধ করে ছেঁকে নিয়ে সেই জল দিয়ে কুলকুচি করলে উপকার মেলে।

এছাড়াও শরীরের যে কোনও স্থানে কেটে গেলে এই পাতার রস লাগাতে পারেন। দ্রুত ক্ষত সেরে যাবে।

প্রতিদিন সকালে এক গ্লাস দুধে ৫ থেকে ৬ চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খান। মাত্র সাত দিনেই ফিরে আসবে যৌবন।