1 April 2025

BY- Aajtak Bangla

বাড়িতে বিছে দেখতে পাওয়া কীসের ইঙ্গিত জানেন?

বাড়িতে যখন তখন বিছে দেখতে পাওয়া যায়। এই বিছে দেখলেই তা মেরে ফেলে অনেকে।

কারণ বিছে কামড়ালে জ্বালা করে। যেখানে কামড়ায় সেই জায়গা ফুলে যায়। তাই বিছে যেন আতঙ্কের আর এক নাম। 

বাস্তুমতে, বিছে দেখতে পাওয়ার নেপথ্যে শুভ ও অশুভ দুই ইঙ্গিতই মেলে। বিছে দেখলে কী কী হয় জেনে নিন। 

ঠাকুর ঘরে বিছে দেখা অত্যন্ত শুভ। এতে আর্থিক সমাগম হয়। বাড়িতে শান্তি বিরাজ করে। 

বিছে দেখতে দেখতে হঠাৎ চোখের সামনে থেকে উধাও হয়ে গেলে সেই ইঙ্গিত শুভ। 

শাস্ত্রমতে, বিছে দেখতে দেখতে পাওয়ার অর্থ বড়সড় কোনও বিপদ থেকে রক্ষা পাওয়া। 

তবে বিছে যদি বেডরুমের মেঝেতে দেখতে পাওয়া যায় তাহলে জানতে হবে বাস্তদোষ রয়েছে। 

রান্নাঘরে বিছে দেখতে পেলে তখনই তা সেখান থেকে তুলে বাইরে ফেলে দেওয়া উচিত।

শৌচাগার বা সিঁড়িতে বিছে দেখতে পাওয়ার অর্থ হল রাহু দুর্বল হচ্ছে। দুপুরে বিছে দেখতে পাওয়ার অর্থ রোগভোগ হতে পারে।