BY- Aajtak Bangla

রোজ ১ বাটি ছানা, তাতেই জেগে উঠবে পৌরুষ

1 November 2024

দুধ না খেয়ে অনেকেই ছানা খান। বিশেষজ্ঞদের মতে, ছানা খুবই উপকারী।

চিকিৎসকদের মতো, রোজ ১ বাটি ছানা খেলে অনেক উপকার পাবেন।

ছানায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। যা হাড়কে ভাল রাখে।

নিয়মিত ছানা খেলে হার্টের সমস্যা কমে।

রোজ ছানা খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। . .

 ছানায় আছে পুষ্টি। রোজ ছানা খেলে ক্যান্সারের ঝুঁকি কমে। . .

ছানা খেলে শক্তি বাড়ে। পুরুষদের জোশ বাড়াতে ছানা কার্যকরী।

রাতে ঘুমোতে যাওয়ার আগে ছানা খেলে পুরুষদের পেশি সুঠাম হয়।

মেদ ঝরাতেও ছানা উপকারী। বিপাক ক্রিয়া ঠিক রাখে ছানা।