08,JULY, 2024
BY- Aajtak Bangla
আপনি কি ভাল স্বামী হতে পারবেন? চাণক্যে বলেছেন, মিলিয়ে নিন
স্বামীকে ধার্মিক ও নীতিবান হতে হবে। তাঁকে সৎ, ন্যায়পরায়ণ এবং সত্যবাদী হতে হবে।
স্বামীদের সবসময়ে আগে জ্ঞান সঞ্চয় করা উচিত। জ্ঞানই তাঁকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য
স্বামীকে তাঁর পরিবারের প্রতি দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ হতে হবে। তাঁকে পরিবারের সকলের ভরণপোষণ ও রক্ষাকর্তার ভূমিকা পালন করতে হবে।
স্বামীদের সাহসী ও পরাক্রমশালী হওয়া উচিত। তাঁকে প্রয়োজনে পরিবারের সুরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে।
একজন স্বামীর ধৈর্যশীল ও ক্ষমাশীল হওয়া উচিত। তাকে স্ত্রীর ভুলত্রুটি ক্ষমা করতে হবে এবং ঝগড়ার সময় ধৈর্য ধরতে হবে।
প্রেমময় ও স্নেহশীল হওয়া উচিত। তাকে স্ত্রীর প্রতি ভালোবাসা ও সম্মান দেখাতে হবে।
উদার ও দানশীল হওয়া উচিত। তাকে দরিদ্র ও অভাবীদের সাহায্য করতে হবে।
একজন স্বামীর পরিশ্রমী হওয়া উচিত। তাঁকে পরিবারের জন্য পরিশ্রম করতে হবে এবং তাঁদের সুখের জন্য কাজ করতে হবে।
চাণক্য নীতি অনুযায়ী উপরিউক্ত গুণাবলী থাকলে তবেই তিনি একজন আদর্শ স্বামী হিসেবে গণ্য হবেন।
Related Stories
সর্বরোগহরা অবহেলার এই শাক, হু হু করে কমায় সুগার ও ওজন
এই ৫ পাতা সকালে খালি পেটে চিবিয়ে খান, খেলবেন ১০০ বছর
আগে নাকি পরে, আলু ভাজায় ঠিক কখন নুন দেবেন?
কোথায় টাটকা মিষ্টি দই পাওয়া যায়? রইল সেরা দোকানের হদিশ