BY- Aajtak Bangla
24 July 2024
স্বামী-স্ত্রীর সম্পর্কের ভিত মজবুত হলে তবেই সংসার সুখের হবে।
সংসারে সুখ বজায় রাখতে হলে স্ত্রীকে সব কথা কখনওই বলা উচিত নয় স্বামীদের। এমনটাই বলেছেন চাণক্য।
স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে নানা পরামর্শ দিয়েছেন পণ্ডিত চাণক্য। তাঁর পরামর্শ, স্ত্রীকে ভুলেও এই ৪ কথা বলা ঠিক নয়। জেনে নিন, কোন কোন কথা...
চাণক্যের মতে, নিজের দুর্বলতার কথা কখনও স্ত্রীকে বলবেন না। কারণ, দুর্বলতার কথা জানলে তার সুযোগ নিতে পারেন স্ত্রী। . .
নিজের অপমানের কথা কখনও স্ত্রীকে জানাবেন না। কোনও স্ত্রীই স্বামীর অপমান সহ্য করতে পারেন না। পাশাপাশি, অপমানের কথা জানালে স্ত্রী উপহাস করতে পারেন।
চাণক্যের মতে, কাউকে দান করলে সে কথা কখনও কাউকে বলা ঠিক নয়। তাই স্ত্রীকেও জানানো উচিত নয়। ।
নিজের উপার্জনের কথা কখনওই স্ত্রীকে জানাবেন না। কারণ উপার্জন জানলে অযথা টাকা খরচ করতে পারেন স্ত্রী।
স্ত্রীকে কখনওই অফিসের সব কথা জানাবেন না। নিজের ভয়-ভীতির কথা জানাবেন না।