27 April, 2024
BY- Aajtak Bangla
আচার্য চাণক্য মহান রাজনীতিবিদ ও কূটনীতিবিদ। তিনি বিষ্ণুগুপ্ত ও কৌটিল্য নামেও পরিচিত। তাঁর জন্ম ৪০০ খ্রিস্টপূর্বাব্দে।
আচার্য চাণক্য নীতিশাস্ত্র রচনা করেছিলেন। যেখানে তিনি মানুষকে সুখী, সফল ও সম্মানজনক জীবনযাপনের উপায় বলেছেন।
এমন ৫টি জিনিস আছে যা কখনও কারও সঙ্গে শেয়ার করবেন না। বড় সমস্যায় ফেলতে পারে আপনাকে।
দুঃখ কষ্ট-আচার্য চাণক্য বলেছেন যে দুঃখ এবং কষ্ট অন্য কারও সঙ্গে ভাগ করা উচিত নয়। তার সুযোগ তুলতে পারে অন্যরা।
স্বামী স্ত্রীর মধ্যে কথা- আচার্য চাণক্যের মতে, স্বামী-স্ত্রীর মাঝে যে কথা হয় তা অন্য কাউকে বলা উচিত নয়। তৃতীয়পক্ষ জানলে দাম্পত্য জীবনে সমস্যা হয়।
কারণ স্বামী-স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের। অন্য কেউ জানলে বিশ্বাসভঙ্গ হতে পারে।
অর্থের ক্ষতি- আর্থিক ক্ষতি বা ঋণ নিলে কাউকে বলবে না। মানুষ ভুল বুঝতে পারে। সুযোগ তুলতে পারে।
অর্থসম্পদ- চাণক্য বলেছেন, নিজের আয় আর সম্পত্তি কাউকে জানাতে নেই। এতে শক্র তৈরি হয়।
কেউ আপনার আয় জানলে সে সুযোগ নেবে। তাই আয়ের ব্যাপারে কাউকে বলবেন না।
অপমান-আচার্য চাণক্যের মতে, নিজের অপমানের কথা কাউকে বলা উচিত নয়। এতে ভাবমূর্তি নষ্ট হয়। সম্মান কমে।