BY- Aajtak Bangla

চাণক্য়ের বলা ৫ অভ্যাসেই আপনি হবেন বুদ্ধিমান, এখনই জেনে নিন

22st October, 2024

কূটনীতিবিদ চাণক্যর বলা পরামর্শগুলো আজকের যুগেও সমানভাবে প্রাসঙ্গিক।

চাণক্যের বলা সব উপদেশ যদি মেনে চলতে পারেন তাহলে আপনাকে সফল হতে কেউ আটকাতে পারবেন না।

চাণক্য কিছু অভ্যাসের কথা বলে গিয়েছেন, যা আপনাকে বুদ্ধিমান করে তুলবে। এগিয়ে রাখবে আপনাকে।  

চাণক্যর মতে, যে কোনও ব্যক্তিরই উচিত তাঁর প্রেম জীবনের খবর সকলকে না বলা। নয়তো আপনার সঙ্গীকে নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারে। 

চাণক্য নীতিতে বলা আছে, বাড়ির অন্দরের খবর, ব্যক্তিগত সমস্যা কখনও বাইরে বলবেন না। এতে আপনার শত্রুরা সুযোগ নিতে পারে।

কখনই পরনিন্দা বা অন্যের সমালোচনার আলোচনায় থাকবেন না। সবসময় এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন।

চাণক্য বলছেন যে নিজের ওষুধ-রোগ এইসব নিয়ে কখনও অন্যের সঙ্গে আলোচনা করবেন না। এতে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

চাণক্য বলছেন, বুদ্ধিমান ব্যক্তি কখনও নিজের খাবার নিয়ে অভিযোগ করেন না। তারা চুপচাপ যেটা খেতে পাচ্ছেন সেটা খেয়ে নেন।