BY- Aajtak Bangla
16th January, 2025
আচার্য চাণক্য হলেন একজন সেরা কূটনীতিবিদ এবং অর্থনীতিবিদ। চাণক্য নীতি ও অর্থশাস্ত্রের মতো বই তিনি লিখে গিয়েছেন।
জীবনে সফল হওয়ার মন্ত্র দেওয়ার পাশাপাশি চাণক্য বিয়ে-সম্পর্ক নিয়ে অনেক কিছুই বলে গিয়েছেন।
চাণক্য মহিলাদের কিছু গুণের কথা বলে গিয়েছেন। তিনি জানিয়েছেন ভাল স্ত্রীদের এইসব গুণ থাকে।
চাণক্য মতে, বুদ্ধিমান মহিলারা সঠিক সিদ্ধান্ত নেন এবং অনেক সুখ নিয়ে আসেন। নিজের স্বামীদের জন্য স্বর্গীয় জীবন নিয়ে আসেন।
প্রশাসন, আর্থিক দিক ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবার ও সমাজে মহিলাদের দক্ষতা খুবই প্রয়োজন।
যে সব মহিলার মিষ্টিভাবে কথা বলে এবং কথায় যাদের অন্যের প্রতি উদারতা, শ্রদ্ধা থাকে তাঁরাই নিজেদের স্বামীকে ভাল রাখতে সক্ষম হয়।
চাণক্যর মতে, যে সব মহিলারা তাঁদের স্বামীদের প্রতি বিশ্বাসী হন, তাঁরা আদর্শ স্ত্রীর তকমা পান।
চাণক্যের মতে, একজন স্ত্রীর তাঁর কর্মে সততা, নৈতিক মূল্যবোধ ও ন্যায়পরায়ণতা বজায় রাখে।