15 July, 2024

BY- Aajtak Bangla

খারাপ সময়, ভাগ্য পাশে নেই, এই ৫ ইঙ্গিতেই বোঝায় বিধাতা: চাণক্য

অর্থনীতি, রাজনীতি এবং কূটনীতিতে পারদর্শী আচার্য চাণক্যকে। তাঁর কথা আজও প্রাসঙ্গিক।

আচার্য চাণক্য বলেছেন, খারাপ সময় আসার আগে ৫ ইঙ্গিতেই বুঝে নিতে হয়।

 চাণক্য বলেছেন যে যখনই কোনও ব্যক্তি আর্থিক সংকটের মুখোমুখি হন, তখনই তিনি আগেভাগেই সংকেত পান।

জেনে নেওয়া যাক সেই ইঙ্গিতগুলি কী কী

শুকনো তুলসী গাছ- তুলসী শুকিয়ে গেলে অশুভ ইঙ্গিত। আর্থিক সংকটের লক্ষণ।

বাড়িতে অশান্তি- বাড়িতে হঠাৎ ঝামেলা-অশান্তি বেড়ে গেলে অশুভ সংকেত। বাস্তু দোষ ও গ্রহের ত্রুটি।

কাচ ভাঙা- কাচ ভাঙা দারিদ্র্য ও আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। সতর্ক হোন।

মনোযোগ নেই- কোনও কাজে মন না লাগলে সুখ-সমৃদ্ধির অভাব। অর্থনৈতিক সংকটের ইঙ্গিত। আলু

বড়দের অসম্মান- বাড়ির বড়দের অসম্মান হলে। তাঁরা কষ্ট পেলে সংকটের দিশা দেখায়।