5 October, 2024
BY- Aajtak Bangla
আচার্য চাণক্যের নীতিশাস্ত্র এখনও প্রাসঙ্গিক। জীবনের গোপন কথা ব্যাখ্যা করেছেন তিনি।
আচার্য নিজের নীতিশাস্ত্রে বলেছেন, উটের ৫ গুণ মেনে চললে পুরুষরা ভালো পার্টনার হন।
উটের ৫টি গুণ মানলে স্ত্রী সর্বদা পুরুষের প্রতি সন্তুষ্ট থাকে। পরিবারে সুখ ও সমৃদ্ধ থাকে। চলুন জেনে নেওয়া যাক
চাণক্য বলছেন, কঠোর পরিশ্রম করুন। ফলে সন্তুষ্ট থাকুন। উট যা খায় তাতেই তৃপ্তি পায়। শান্ত পুরুষই স্ত্রীকে সুখ দিতে পারে।
পুরুষদের উচিত কঠোর পরিশ্রমের করে উপার্জন করা। অর্থ দিয়ে তাদের পরিবারকে লালন করুন। স্ত্রী সম্মান করেন এমন পুরুষকে।
গভীর ঘুমের পরেও উট যেমন সজাগ থাকে, তেমনি একজন পুরুষকে পরিবার, নারী ও কর্তব্য সম্পর্কে সতর্ক থাকা উচিত। উঠের গভীর ঘুম হলেও সামান্য শব্দে জেগে ওঠে।
আনুগত্য- সর্বদা স্ত্রী ও কাজের প্রতি অনুগত থাকা উচিত। যে পুরুষ অচেনা নারীকে দেখেও কামার্ত হয়ে যায়, তাঁর ঘরে কলহ-বিবাদ হয়।
বীরত্ব- আচার্যের মতে. উট নির্ভীক ও সাহসী। পুরুষদেরও সাহসী হওয়া উচিত। তবেই নারী পছন্দ করেন।
সন্তুষ্টি- পুরুষের প্রথম দায়িত্ব হল, স্ত্রীকে সর্বক্ষেত্রে সন্তুষ্ট রাখা। শারীরিক ও মানসিকভাবে সন্তুষ্ট করা পুরুষই মেয়েদের নয়নের মণি।
শুধু কাজ, অর্থ উপার্জনেই চলবে না, স্ত্রীকে দাম্পত্য সুখ দেওয়া পুরুষের কর্তব্য। তখনই স্ত্রী সন্তুষ্ট থাকেন, সম্মান করেন।