4 July, 2025

BY- Aajtak Bangla

এই ৫ ধরনের লোকেদের টাকা ধার দেবেন না, ফেরত পাবেন না: চাণক্য

বিভিন্ন চাহিদা পূরণের জন্য টাকার বড় প্রয়োজন। ঋণ নিয়ে এই চাহিদা পূরণ করেন মানুষ।

ঋণ দরকারি

আচার্য চাণক্য বলে গিয়েছেন, কাদের কাদের টাকা ধার দেবেন না। এই সব লোকেদের টাকা ধার দিলে পস্তাতে হবে।

চাণক্যনীতি

দরকারে টাকা ধার করা খারাপ নয়। আচার্য চাণক্য নীতি শাস্ত্রে বলেছেন, কখনও এই ৫ ধরণের মানুষকে টাকা ধার দেওয়া উচিত নয়।

ঋণ নয়

চাণক্যের মতে, খারাপ কাজে জড়িত। প্রতারণা ও জালিয়াতি করে এমন লোকদের টাকা ধার দেওয়া মানে আপনার কষ্টার্জিত অর্থ ডুবিয়ে দেওয়া।

প্রতারক

এই ধরনের লোকেরা বিশ্বাসঘাতক। কারও উপকার মনে রাখেন না।

বিশ্বাসঘাতক

চাণক্য বলেছেন, কষ্টার্জিত অর্থ বোকা লোকদের হাতে তুলে দেবেন না। তাঁদের আচরণ দায়িত্বজ্ঞানহীন।

বোকা

কখনও আপনার কষ্টার্জিত অর্থ লোভী ব্যক্তিকে দেবেন না। টাকা ফেরত দেওয়ার সময় এই ধরনের লোকদের মতি বদলে যেতে পারে।

লোভী

অহংকারী ব্যক্তিদের টাকা ধার দেওয়া এড়িয়ে চলা উচিত। এই ধরনের লোকেরা যথেচ্ছভাবে অর্থের অপব্যবহার করে। 

অহংকারী

এই ধরনের লোকদের অহংকার পতনের কারণ। আপনার উপার্জন ভেস্তে যাবে।

অহংকারীকে নয়