19 August,, 2023
BY- Aajtak Bangla
আচার্য চাণক্য বিশ্বের শ্রেষ্ঠ কূটনীতিক। তাঁর লেখা কথা, 'চাণক্য নীতি' নামে পরিচিত।
সকলেই চান জীবনে সাফল্য কাঙ্ক্ষিত ফল পেতে মেনে চলুন চাণক্যর এই ৫ টিপস।
এই সব লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন যাঁরা সামনে ভাল, পিছনে আপনার ক্ষতি চায়।
এই ধরনের লোকেরা প্রতারণা করতে পারে। ভুলেও বিশ্বাস করবেন না।
গোপন কথা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন না। পরে তারাই শত্রু হয়ে গেলে মুশকিল হবে। কাউকে বিশ্বাস নয়।
স্বার্থপর বন্ধু ও পরিচিতদের থেকে নিজেকে দূরে রাখুন। এরা কাজের বেলায় কাজি কাজ ফুরোলেই পাজি।
যাঁদের চিন্তাভাবনা স্বচ্ছ। স্বভাবে নম্র। কারও খারাপ করে না। এই ধরনের লোকেদের সঙ্গে মিশুন।
জীবনে প্রতিকূল পরিস্থিতিতেও সত্যের পথে চলুন। বাধা আসলেও আপনি সাফল্য পাবেন।
জীবনে বড় সাফল্য পেতে হলে আলস্য নয়। কঠোর পরিশ্রম করুন। একশো শতাংশ সফল হবেন।
কথাবার্তায় সততা রাখুন। আপনার কথায় যেন মানুষে আঘাত না পায়। কাজ সততার সঙ্গে করুন।