BY- Aajtak Bangla
22 OCTOBER, 2024
প্রাচীন ভারতের মহাপণ্ডিত আচার্য চাণক্য ছিলেন একাধারে সর্বশাস্ত্রজ্ঞ, কূটনীতিজ্ঞ, অর্থনীতিবিদ ও দার্শনিক। তিনি যে কোনও বিষয়ের গভীরে গিয়ে পর্যালোচনা করতে জানতেন।
জীবনকে বাস্তবতার নিরিখে পরিমাপ করতেন তিনি। সেই কারণে এত হাজার বছর পরেও তাঁর উপদেশ আজও সমান ভাবে কার্যকরী ও উপযোগী।
আচার্য চাণক্য উন্নতির জন্য নীতিশাস্ত্রে একটি মন্ত্র দিয়েছেন যা কঠোর পরিশ্রম ছাড়াও কাজ করে।
কেউ যদি আচার্য চাণক্যের এই মন্ত্রটি তার জীবনে অবলম্বন করেন, তাহলে তিনি সারা জীবন সর্বত্র সুখী থাকবেন।
চাণক্যের এই মন্ত্রটি সবচেয়ে কঠিন কাজকেও সহজ করে দেয়। তিনি প্রতিটি কাজে সফল হন।
তাঁর মতে, যে কোনও ব্যক্তির সবসময় অন্যের জন্য মিষ্টি শব্দ ব্যবহার করা উচিত।
চাণক্য বলেন, যে মিষ্টি ভাষায় কথা বললে, সমাজের সবাই তাকে নিয়ে খুশি থাকে। সবাই তার বন্ধু বলে নিজেকে ভাবে।
আচার্য চাণক্যের মতে, মানুষের সঙ্গে মিষ্টি কথা বললে প্রতিটি কাজে সফলতা আসে।
যে ব্যক্তি মিষ্টি ভাষায় কথা বলে সে কখনও গরীব থাকে না। মিষ্টি কথাবার্তার মাধ্যমে সে সমাজে ভাল ভাবে জীবনযাপন করতে পারে।