12 July, 2024

BY- Aajtak Bangla

জন্মের আগে মায়ের পেটেই শিশুর ভাগ্যে এই ৫ জিনিস লেখা হয়: চাণক্য

ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িত আচার্য চাণক্য। মানুষ জীবনযাপনের নীতিকথা কথা লিখে গিয়েছেন। যা আজও প্রাসঙ্গিক। 

সফল আর সুখী জীবনযাপনের পাথেয় চাণক্যনীতি। অতীত, বর্তমান থেকে ভবিষ্যৎ- সবকিছুর ব্যাখ্যা দিয়েছেন চাণক্য। 

চাণক্য লিখে গিয়েছেন, মায়ের গর্ভের শিশুর ভবিষ্যতের পাঁচটি বিষয় ঠিক হয়ে যায়। কী সেটা?

শ্লোক- আয়ুঃ কর্ম বিথঞ্চ বিদ্যা নিধানমেব চ, পঞ্চৈতানি হি সৃজ্যন্তে গর্ভস্থস্যৈব দেহিনঃ। মানে কী?

বয়স- চাণক্যের মতে,ব্যক্তির বয়স জন্মের আগেই লেখা হয়ে যায়। 

বিদ্যা- কোনও ব্যক্তি কতটা শিক্ষালাভ করবেন, তা মাতৃগর্ভেই লেখা থাকে। 

কর্ম-অতীত কর্মের উপর নির্ভর করে ব্যক্তির কর্ম। তাই সবসময় ভাল কাজ করা উচিত। কাজ লেখা থাকে ভাগ্যেই।

অর্থ- অর্থনৈতিক অবস্থাও গর্ভে লেখা হয়। ভাগ্যের চেয়ে বেশি টাকা কেউ পায় না। বেশি টাকা কামালেও অর্থ ধরে রাখতে পারে না।

মৃত্যু- মৃত্যুও গর্ভাবস্থায় লেখা হয়। যা লেখা থাকে সেই বয়সেই ব্যক্তির মৃত্যু হয়।

ভাগ্যের সঙ্গে লড়াই করে অনেকেই সাফল্য পান। তবে তার জন্য দরকার পরিশ্রম। তাই পরিশ্রম করে চলুন।