23 March,, 2025

BY- Aajtak Bangla

এরা বন্ধু নয়? সম্পর্ক রাখলে পস্তাবেন চিনিয়েছেন চাণক্য় 

আচার্য চাণক্য বিশ্বের শ্রেষ্ঠ কূটনীতিক। তাঁর লেখা কথা, 'চাণক্য নীতি' নামে পরিচিত। 

চাণক্য বিরাট কুনীতিবিদ

সকলেই চান জীবনে সাফল্য কাঙ্ক্ষিত ফল পেতে মেনে চলুন চাণক্যর এই ৫ টিপস। 

চাণক্যের ৫ টিপস

এই সব লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন যাঁরা সামনে ভাল, পিছনে আপনার ক্ষতি চায়। 

দূরত্ব রাখুন

এই ধরনের লোকেরা প্রতারণা করতে পারে। ভুলেও বিশ্বাস করবেন না।

এরা প্রতারণা করতে পারে 

গোপন কথা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন না। পরে তারাই শত্রু হয়ে গেলে মুশকিল হবে। কাউকে বিশ্বাস নয়। 

কথা শেয়ার করবেন না

স্বার্থপর বন্ধু ও পরিচিতদের থেকে নিজেকে দূরে রাখুন। এরা কাজের বেলায় কাজি কাজ ফুরোলেই পাজি।

পরিচিতদের থেকে দূরে রাখুন

যাঁদের চিন্তাভাবনা স্বচ্ছ। স্বভাবে নম্র। কারও খারাপ করে না। এই ধরনের লোকেদের সঙ্গে মিশুন।

স্বভাবেও নম্র

জীবনে প্রতিকূল পরিস্থিতিতেও সত্যের পথে চলুন। বাধা আসলেও আপনি সাফল্য পাবেন।

সত্যের পথে চলুন

জীবনে বড় সাফল্য পেতে হলে আলস্য নয়। কঠোর পরিশ্রম করুন। একশো শতাংশ সফল হবেন।

আলস্য ছাড়ুন

কথাবার্তায় সততা রাখুন। আপনার কথায় যেন মানুষে আঘাত না পায়। কাজ সততার সঙ্গে করুন। 

সততা