7 June, 2024

BY- Aajtak Bangla

দাম্পত্য সুখ দিতে পারছেন না স্বামী, ৩ লক্ষণে বুঝিয়ে দেন অসন্তুষ্ট স্ত্রী: চাণক্য

প্রতিটি মানুষেরই বুদ্ধিমান হওয়া দরকার। যে জ্ঞান দেবে চাণক্য নীতি। এখানে জীবনের বিভিন্ন বিষয়ে লেখা রয়েছে।  

বিয়ের পর স্বামী-স্ত্রীর ঘনিষ্ঠতা স্বাভাবিক। এতে স্ত্রীকে অনেক সময় খুশি করতে পারেন না স্বামীরা।

চাণক্য বলে গিয়েছেন, তিন ইঙ্গিতে স্ত্রীরা বুঝিয়ে দেন তাঁরা খুশি নন।

কম কথা- স্ত্রী চুপচাপ বসে থাকতে পারে না। সে কথা বলে।  স্ত্রী স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকলে কম কথা বলে।

স্বামীর দায়িত্ব হল, স্ত্রীকে শারীরিক সুখ দিতে পারছেন কিনা, তার খোঁজ নেওয়া। অনেক সময় অশান্তির কারণেও চুপ থাকেন স্ত্রী।

খুব বেশি রাগ- স্ত্রী স্বামীর উপর রাগ করা শুরু করলে বুঝবেন কিছু একটা গলদ আছে।

স্ত্রীর প্রকৃতি পরিবর্তন হলে স্বামীরা বুঝে যাবেন তাঁরা দাম্পত্য সুখ দিতে পারছেন না।

স্বামীর যত্ন না নেওয়া- স্বামীর যত্ন নেন না স্ত্রী। স্বামীকে ক্রমাগত অবহেলা করে চলেছেন।

স্ত্রীর সঙ্গে কথা বলে নেওয়া দরকার। কোথায় সমস্যা হচ্ছে তা বোঝার চেষ্টা করুন।

কথা বলে সমাধান করুন। স্ত্রী যা চাইছে সেটা করুন। পূর্ণ ভালোবাসা পাবেন। ঘরে শান্তি ও সুখ থাকবে।