14 AUG, 2024
BY- Aajtak Bangla
আচার্য চাণক্য চতুর্থ থেকে ষষ্ঠ শতকের মধ্যে একটি নীতি গ্রন্থ লেখেন। যা সকলের কাছে চাণক্য নীতিগ্রন্থ নামে পরিচিত।
এই নীতিগ্রন্থটি ১৭ টি অধ্যায়ে বিভক্ত। জীবনে সুখী থাকতে এবং আদর্শ পথে বলার বিভিন্ন সূত্র বাতলে দিয়েছেন চাণক্য তাঁর এই গ্রন্থে।
প্রায়শই এমন হয় যে আমরা অপছন্দ করি এমন মানুষের সঙ্গে পরিস্থিতির চাপে পড়ে মিশতে হচ্ছে। এমনকি সেই সব ব্যাক্তিকে নিজেরদের বাড়িতে আমন্ত্রণ পর্যন্ত করতে হচ্ছে।
চাণক্য তাঁর নীতিগ্রন্থে বলছেন এই সকল ব্যাক্তির সঙ্গে কখনই মেলামেশা করা উচিত নয়। এমনকি বাড়ি কিংবা কোনও সামাজিক জমায়েত থেকেও এড়িয়ে চলা উচিত।
এই ব্যক্তিতালিকায় প্রথমেই রয়েছে যারা সকলের কাছে ভালো সাজার চেষ্টা করে থাকে।
যে ব্যক্তি সকলের কাছে সৎ সাজা চেষ্টা করে ও নিজের আসল রং লুকিয়ে রাখে, তাদের সঙ্গে কখনই সম্পর্ক রাখা উচিত নয়।
যে সকল ব্যক্তি জীবনে প্রচুর খারাপ কাজ করেছে এমন ব্যাক্তিকে জীবনে কখনই গ্রহণ করা উচিত নয়। এই সমস্ত মানুষ কখনই বিশ্বাসযোগ্য হন না । তাই এই সকল ব্যাক্তির থেকে দূরত্ব বজায় রাখায় শ্রেয়।
কথায় আছে, বিপদে পড়লেই নাকি জীবনে আসল বন্ধুকে চেনা যায়। কিন্তু যে সমস্ত ব্যাক্তি শুধুমাত্র নিজেদের প্রয়োজনে অন্যের সঙ্গে যোগাযোগ বা বন্ধুত্ব রাখে। তাদেরকে নিজের জীবনে এড়িয়ে চলায় ভালো।
অনেক সময় আমরা অনিচ্ছাকৃত মানুষকে আঘাত করে ফেলি। কিন্তু আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা ইচ্ছাকৃত আমাদের কটূ কথা বলে আঘাত দিয়ে মজা উপভোগ করে। এমন ব্যক্তিকে এখনই নিজের জীবন থেকে বর্জন করা উচিত।