11 SEP, 2024
BY- Aajtak Bangla
আচার্য চাণক্য ছিলেন পণ্ডিত। চাণক্য বিভিন্ন বইয়ের মাধ্যমে মানুষের জীবন ও শাসনের মতো প্রতিটি বিষয়ে মতামত প্রকাশ করেছেন। আজও মানুষ তাঁর শিক্ষা অনুসরণ করে।
আচার্য চাণক্য বলেছেন, মানুষকে সাহায্য করা ভাল।
তবে এমন কিছু লোক রয়েছে যাদের একেবারেই সাহায্য করা উচিত নয়।
তিনি বলেন, এ ধরনের লোকদের সাহায্য করা হলে যিনি সাহায্য করেছেন তাঁকেও কষ্ট পেতে হতে পারে।
যারা অ্যালকোহল এবং মাদকাসক্ত তারা বিশ্বাস করা হয় না। কারণ তাঁদের দেওয়া কোনো প্রতিশ্রুতিই বিশ্বাস করা যায় না। সেজন্য এই ধরনের লোকদের সাহায্য করে খুব একটা লাভ হবে না।
জীবনে সন্তুষ্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ। অর্ধেকেরও বেশি মানুষ মনে করেন তাঁরা সমস্যায় পড়েছেন। যারা জীবনে কোন কিছুতেই সন্তুষ্ট নন তাঁরা সবসময় দুঃখী। এমন ব্যক্তিকে সাহায্য করা ঠিক নয়।
কারণ তাঁরা সবসময় অন্যদের গালি দেয়। তাঁরা তাঁদের পরিস্থিতির জন্য অন্যদের দায়ী করে। এমন পরিস্থিতিতে যারা অসুখী তাঁদের সাহায্য করে লাভ নেই।
খারাপ অভ্যাস বা খারাপ চরিত্রের লোকদের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন। তারা অন্যের সম্মানও ঝুঁকিপূর্ণ করে। এমন মানুষকে সাহায্য করে লাভ নেই। আরও লোকসানের মুখে পড়তে হবে।
স্বার্থপর মানুষকে সাহায্য করে লাভ নেই। এই ধরনের লোকেরা অর্থের প্রতি খুব পছন্দ করে। তারা তাদের সম্পদের জন্য পাগল। তারা তাদের পৃথিবী থেকে বের হয় না। তাই স্বার্থপর মানুষকে সাহায্য না করে তাদের থেকে দূরে থাকাই ভাল।