BY- Aajtak Bangla

এই ৫ বন্ধুকে মনের  কথা বললেই সর্বনাশ,  সাবধান করেছেন চাণক্য

13 JANUARY, 2025

আমরা অনেক সময়ই বিশ্বাস করে কাউকে মনের কথা বলে ফেলি। পরে হয়তো মনে হয়, ওই ব্যক্তিকে কথাটা বলা ঠিক হয়নি।

অনেককেই বন্ধু ভেবে আমরা গোপন কথা বলি। পরে ঠকতে হয়। এই নিয়ে বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন চাণক্য। 

মনের কথা কাকে কখনওই বলা উচিত নয়, সেই নিয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন পণ্ডিত চাণক্য।

চাণক্যের মতে, অনেকে আপনার সাফল্যে ঈর্ষান্বিত। তাই সেই সব ব্যক্তিদের কখনও নিজের গোপন বা মনের কথা বলবেন না। .

চাণক্য নীতিতে বলা হয়েছে, যাঁরা আপনাকে নিয়ে মজা করেন, গুরুত্ব দেন না, তাঁদের মনের কথা বলা ঠিক নয়।

যাঁরা সবাইকেই বন্ধু বানান, তাঁদের কাছে কখনওই দু:খের কথা বলবেন না। চাণক্যের মতে, এই ধরনের মানুষরা আপনার গোপন কথা অন্য কাউকে বলতে পারেন।

চাণক্যের মতে, অনেকে আছেন যাঁরা সবসময় নিজের কথাই ভাবেন। এই ধরনের মানুষদের কখনওই মনের গোপন কথা বলবেন না। ।  

আবার অনেকে রয়েছেন, যাঁরা খুব বেশি কথা বলেন এবং না বুঝে কথা বলেন। চাণক্যের মতে, এই মানুষদের থেকে দূরে থাকা উচিত এবং তাঁদের কখনওই দু:খের কথা বলা ঠিক নয়।