BY- Aajtak Bangla
26 JULY, 2024
আচার্য চাণক্য পিতা-সন্তানের সম্পর্ক নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। চাণক্য বলেছেন যে পিতার উচিত তার সন্তানের প্রশংসা সবার সামনে না করা।
আচার্য চাণক্যের মতে, কোনো বাবার কখনোই সমাজের মানুষের মাঝে বসে ছেলের প্রশংসা করা উচিত নয়।
যেমন একজন ব্যক্তির নিজের প্রশংসা করা ঠিক নয়, তেমনি একজন বাবার উচিত তার গুণী সন্তানের প্রশংসা করা থেকে বিরত থাকা।
একজন বাবার কর্তব্য হল তার ছেলেকে ভাল কাজের জন্য উৎসাহিত করা কিন্তু সমাজে তার গুণাবলীর কথা প্রচার করা নয়।
আচার্য চাণক্যের মতে, অন্যের সামনে সন্তানের প্রশংসা করা আত্ম-প্রশংসার মতো যা একজন ব্যক্তিকে উপহাসের বস্তুতে পরিণত করতে পারে।
আচার্য চাণক্যের মতে, এইসব কারণে অনেক সময় সমাজে মানুষকে উপহাস করা হয়, যা মানসিকভাবে নেতিবাচক প্রভাব ফেলে।
আচার্য চাণক্য বলেন, আপনার সন্তানের যদি ভালো গুণ থাকে তাহলে তার গুণগুলো অন্যদের জানানোর প্রয়োজন নেই।
সমাজে বারবার সন্তানের প্রশংসা করলে হয়তো অনেকেই বিশ্বাস করা বন্ধ করে দেবে। তাই এটা না করাই ভালো।
সন্তান মেধাবী হলে আপনা থেকেই সমাজে বিখ্যাত হয়ে যায়। সেই ঘর তার গুণের কারণে সমাজে সম্মানিত।