6 August, 2024
BY- Aajtak Bangla
আচার্য চাণক্য হলেন ভারতীয় রাজনীতি ও অর্থনীতির জনক। তাঁর জীবন দর্শন আজও প্রাসঙ্গিক।
আচার্য চাণক্যের চিন্তাধারা আজকের যুগেও বেশ প্রাসঙ্গিক। দাম্পত্য জীবনকে সুখী করার জন্য চাণক্য লিখে গিয়েছেন।
আচার্য চাণক্য বলেছেন প্রত্যেক স্ত্রী নিজের স্বামীর কাছে ৭টি জিনিস চান।
প্রশংসা-স্ত্রী সবসময় স্বামীর কাছ থেকে প্রশংসা শুনতে চান। সেটা না করলে স্ত্রী রাগ করেন।
ভালো বন্ধু- প্রতিটি মেয়েই চান তাঁর স্বামী একজন ভালো বন্ধু হোক যাতে সে তাঁর মনের অনুভূতি আপনার সঙ্গে শেয়ার করতে পারেন।
কেয়ারিং- সব নারীই চান স্বামী যেন খেয়াল রাখুক। যত্নআত্তি করুক। তাঁদের সব ইচ্ছাপূরণ করুক স্বামী।
ভালোবাসা প্রকাশ- সব স্ত্রী চান স্বামী যেন সময় দিক। ভালোবাসার প্রকাশ করুন স্ত্রীকে।
পাশে দাঁড়ানো- স্ত্রীকে চান স্বামী যেন সর্বদা তাঁর সঙ্গে থাকুন। খারাপ সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলুক স্বামী।
সম্পর্কের ভিত্তি বিশ্বাস- প্রত্যেক স্ত্রীই তাঁর স্বামীর বিশ্বাস চান। সন্দেহভাজন স্বামীকে পছন্দ করে না মেয়েরা।
স্বামীর কাছ থেকে শারীরিক সুখও চান একজন স্ত্রী। যা সুখী দাম্পত্যের চাবিকাঠি।