6 NOVEMBER, 2024
BY- Aajtak Bangla
এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে রাগ করে না, কারো রাগ বেশি আবার কারো কম।
কিছু মানুষ খুব দ্রুত রেগে যান, আবার কেউ কেউ ছোটখাটো বিষয়ে রাগ করেন না।
এখন আপনার রাগ যাই হোক না কেন, একবার চাণক্যের এই উক্তিটি পড়ুন।
চাণক্য নীতিতে একটি বাক্য আছে, 'যাদ্যপকারিণী কোপঃ কোপে কোপ ইভা দূতঃ।'
এই বাক্যে চাণক্য বলেছেন যে যদি আপনাকে এমন ব্যক্তির উপর রাগ করতে হয় যে খারাপ কাজ করে তবে প্রথমে আপনার নিজের রাগের উপর রাগ করা উচিত।
এর মানে যারা উন্নতি চায় তাদের রাগ করা উচিত নয়।
আর যদি রাগ করতেই হয় তাহলে প্রথমে নিজের রাগের উপর রাগ করা উচিত যে কীভাবে এমন চিন্তায় আটকে পড়লেন।
চাণক্যের মতে, রাগ একজন ব্যক্তির চিন্তাশক্তিকে নষ্ট করে দেয় এবং সে অনুচিত কাজ করে ফেলে।