23 JANUARY, 2025

BY- Aajtak Bangla

এক নারীতে হয় না, এই ৫ লক্ষণেই চিনুন চরিত্রহীন পুরুষ

আচার্য চাণক্য  পন্ডিতের জ্ঞান গোটা বিশ্বে সমাদৃত। প্রাচীন ভারতের এই মহান পন্ডিত একাধারে ছিলেন দার্শনিক, কূটনীতিক, রাজ পরামর্শদাতা।

 চাণক্যের বাণী আজও অনেকের কাছেই সমানভাবে তাৎপর্যপূর্ণ। অনেকেই মনে করেন আচার্য চাণক্যর নীতি  ও কথা মেনে চললে সহজ হতে পারে জীবন।

আচার্য চাণক্য মানুষের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করে গেছেন।

একজন চরিত্রহীন পুরুষ  চিনবেন কীভাবে? সেই সম্পর্কেও বলে গিয়েছেন চাণক্য।

যে পুরুষেরা সর্বদা নারীদের নিয়ে নোংরা চিন্তাভাবনা করেন তাদের সম্পর্কে চাণক্য বেশ কিছু কথা বলে গিয়েছেন। কীভাবে কামুক পুরুষ চিনবেন সেই সম্পর্কে ধারণা দিয়ে গেছেন চাণক্য পন্ডিত।

সাজসজ্জা : যে পুরুষ সর্বদা দামি পোশাক পরেন এবং নিজের সাজগোজ সম্পর্কে খুঁতখুঁতে হন তারা চেষ্টা করেন নারীদের আকর্ষণ করতে। এই ধরনের পুরুষেরা খুব কামুক প্রকৃতির হয়ে থাকেন।

চোখ : রাস্তাঘাটে কামুক পুরুষদের চোখ সর্বদা চঞ্চল হয়। এরা নিজেদের চোখ স্থির রাখতে পারে না। সব ধরনের নারীদের দিকে দৃষ্টি থাকে এদের।

অনেক কিছু গোপন রাখা : চরিত্রহীন পুরুষেরা সর্বদা গোপনীয়তা বজায় রেখে চলেন। এরা কাউকে কিছু বললে খুব ভেবেচিন্তে বলেন। কামুক পুরুষ চান সর্বদা একাধিক নারীকে নিজের বশে রাখতে।

সহজে সন্তুষ্ট হয় না : এই ধরনের পুরুষেরা কোনও জিনিসে সহজে সন্তুষ্ট হতে পারেনা।

মিথ্যুক : চরিত্রহীন পুরুষর সর্বদা মিথ্যুক হয়ে থাকেন। মিথ্যা কথা বলতে এরা পারদর্শী। মিথ্যে কথায় জড়িয়ে অনেক নারীকে ভোগ করতে চায় এই ধরনের পুরুষেরা।