18 September, 2024

BY- Aajtak Bangla

এই ৩ শর্ত মানলেই ঘরে লক্ষ্মী বাস করেন, মানুষ ধনী হয়: চাণক্য

আচার্য চাণক্যর নীতি আজও প্রাসঙ্গিক। চাণক্য নীতিতে ধনলাভের পথ বলা রয়েছে। কী সেই পথ?

অনেকের হাতে টাকা থাকে না। আর্থিক সমস্যায় ভোগেন। কারণ ঘরে লক্ষ্মী থাকেন না।

চাণক্যর মতে, তিন কারণে ঘরে লক্ষ্মী থাকেন না। বাড়িতে টাকা আসে না। গরিবি থেকে যায়।

চাণক্যর শ্লোক- মূর্খা যত্র ন পূজ্যন্তে ধান্যম্ যত্র সুসঞ্চিতম্। দম্পত্যে কলহে নাস্তি নত্র শ্রীঃ স্বমাগতা।

চাণক্য বলছেন, মূর্খরা যেখানে পূজিত হন সেখানে কখনও সাফল্য ও অর্থ আসে না।  

খাবারের যেখানে অপচয় হয় না। অন্নের প্রতিটি দানা কাজে লাগে। সেখানে লক্ষ্মীর বাস।

যেখানে দাম্পত্য কলহ বা স্বামী-স্ত্রীর ঝগড়া হয়, এমন ঘরে লক্ষ্মী থাকেন না।

তাই জ্ঞানীর সম্মান করুন। বুদ্ধিমানের কথা শুনুন। মাথা খাটিয়ে কাজ করুন। তাহলেই ঘরে থাকবেন লক্ষ্মী।

যেখানে সম্পদের সঞ্চয় হয়। অযথা খরচ হয় না। সেখানেই লক্ষ্মী থাকেন।

শান্তিও দরকার লক্ষ্মীলাভের জন্য। বাড়িতে শান্তি না থাকলে বাইরে লোকে কাজ করতে পারেন না।