19June, 2024

BY- Aajtak Bangla

 এই ৭ জিনিস ছাড়তে পারলেই সফলতা, চাণক্যের পরামর্শ শিক্ষার্থীদের

প্রত্যেক শিক্ষার্থীর উচিত এই ৭টি জিনিস ত্যাগ করা, না হলে সফলতা পাবেন না। চাণক্য নীতিতে এর উল্লেখ করা হয়েছে।

একজন শিক্ষার্থীকে ছাত্রজীবনে অলসতা ত্যাগ করতে হবে। অলসতা একটি রোগের মত। এ থেকে দূরে থাকাই ভালো।

রাগ করা মোটেও ভালো নয়। শিক্ষার্থীদের কখনো রাগ করা উচিত নয়। রাগ করলে ঝামেলা বাড়ে।

যেসব শিক্ষার্থী বেশি ঘুমায় তাদের ঘুম ত্যাগ করা উচিত। একজন ব্যক্তির জন্য ৭-৮ ঘন্টা ঘুম যথেষ্ট। এর থেকে বেশি ঘুমানোর অভ্যাস বদলানো উচিত। ধনে গুঁড়ো

একজন ছাত্রকে কখনই তার শিক্ষককে অপমান করা উচিত নয়। এমন ছাত্র কখনোই সফলতা অর্জন করতে পারে না।

ভুল করেও বাবা-মাকে অপমান করবে না। পিতা-মাতাকে ঈশ্বরের স্থানে বসাতে হবে। প্রত্যেকেরই এটি করা উচিত।

একজন ছাত্রের জীবন তপস্বীর মতো। শিক্ষা জীবনে রসনা, মেকআপ ও বিনোদন ত্যাগ করতে হবে।

লোভ লক্ষ্য অর্জনে বাধা দিতে পারে। শিক্ষার্থীদের যেকোনো লোভ থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীদের এই সব অভ্যাস ত্যাগ করা উচিত।