BY- Aajtak Bangla
29 April, 2025
আচার্য চাণক্য সফল জীবনযাপনের জন্য বহু কথাই বলে গিয়েছেন।
যা আজকের জীবনে খুবই প্রাসঙ্গিক। জীবনে সফল হতে হলে চাণক্যের কথা মেনে চলাই উচিত।
সেরকমই চাণক্য সুখী সংসারের কিছু লক্ষণ বলে গিয়েছেন।
সংসারে যদি এই ৪ লক্ষণ দেখতে পাওয়া যায়, তাহলে বুঝবেন সেই সংসারে কোনও অশান্তি নেই।
আসুন জেনে নিই চাণক্যের বলা সেই ৪ লক্ষণ কোনগুলি।
চাণক্যর মতে, সংসারে যে কোনও বড় সমস্যাই হোক না কেন, শান্তি হল সেই সব সমস্যার সমাধান। মনে অশান্তি থাকলে সব সুখই বেকার। তাই শান্তি বজায় থাকা সংসারে খুব দরকার।
চাণক্যর মতে, মানুষের জীবনে সন্তুষ্টি হল সবচেয়ে বড় ধন ও শক্তি। যে কোনও জিনিষে সন্তুষ্টি পেতে হলে নিজের ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা দরকার।
চাণক্য বলেন, কামনা এমন একটি রোগের মতো যা সময়মতো চিকিৎসা না করলে সারা জীবন সমস্যা তৈরি করবে। তাই লোভ-লালসা রাখা একেবারেই ভাল নয়। যে ব্যক্তি এটিকে জয় করে, তার জীবন স্বর্গের চেয়েও উত্তম।
দয়ার অনুভূতি একজন ব্যক্তিকে দক্ষ করে তোলে। করুণার অনুভূতি একজন ব্যক্তিকে ক্ষতি করা থেকে বিরত রাখে।