BY- Aajtak Bangla

'বস' হতে চান? পথ দেখালেন চাণক্য

20 April, 2025

চাণক্যের নীতি শুনে চললে জীবনে সফলতা না এসে যাবে না।

চাণক্যের বলা প্রতিটি শব্দ আজকের জীবনে ভীষণভাবে প্রাসঙ্গিক।

অনেকেই চান নানান ক্ষেত্রে নেতৃত্ব দিতে, বস হতে। কিন্তু পরিশ্রম করেও সেই উচ্চতায় পৌঁছাতে পারছেন না তাঁরা।

চাণক্যের মতে বস হতে গেলে স্বচ্ছভাবে চিন্তা করতে হবে, স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকতে হবে।

ধৈর্যশীল মানুষ কখনই দলের মনোবল ভেঙে দেয় না।

দ্রুত সমস্যার সমাধান খুঁজে পাওয়ার কৌশল বা ক্ষমতা থাকলে আপনিও বস হতে পারেন।

চাণক্য়ের মতে বস হওয়ার জন্য সবথেকে জরুরি হল সময়ের মূল্য বোঝা।

একজন দক্ষ বস তাঁর বুদ্ধিমত্তা ও কাজের মাধ্যমে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করেন।

চাণক্য বলেন, সীমিত সম্পদ ও প্রতিকূল পরিস্থিতিতেও একজন উপযুক্ত বস লক্ষ্য অর্জনে সক্ষম হন।