05 APRIL, 2025

BY- Aajtak Bangla

নুনের এই গুণই  সাফল্যের চাবিকাঠি, জানুন চাণক্যের টিপস

একজন দক্ষ রাজনীতিবিদ ছাড়াও আচার্য চাণক্য ছিলেন ভারতের অন্যতম মহান পণ্ডিত। 

চাণক্য নীতিশাস্ত্র লিখেছেন, মানব জীবনের অনেক বিষয় উল্লেখ করেছেন তিনি।

জীবনের নানা সমস্যা তাঁর নীতি অনুসরণ করা উচিত বলে মনে করেন অনেকেই

সাধারণ মানুষের চরিত্র হওয়া উচিত নুনের মতো। চরিত্র গঠন নিয়ে চাণক্য অনেক পরামর্শ দিয়েছেন।

মানুষের সম্পর্কের ক্ষেত্রেও দেখা যায়, একটা সময়ের পর মানুষের গুরুত্ব কমতে থাকে।

তাই নিজের সবটা উজার করে না দেওয়ার পরামর্শ দেন চাণক্য।

চাণক্য বলেছেন, একজন মানুষের চরিত্র হওয়া উচিত লবণের মতো।

যাতে কেউ বেশি ব্যবহার না করতে পারে। আবার কেউ ছেড়েও না যেতে পারে।

লবণের এই গুণ রপ্ত করে নিতে পারলেই জীবনভর আপনার গুরুত্ব হারাবে না।