22 MAY, 2024
BY- Aajtak Bangla
এই কাজ করলেই সর্বনাশ, মানুন চাণক্যের টিপস
অন্যের গোপন কথা জানতে বা শুনতে চাওয়ার অভ্যাস সমাজের অনেকেরই আছে।
এগুলো তাঁরা উপভোগ করলেও অজান্তেই তারা অনেক বড় ভুল করে ফেলেন।
একজন যদি অন্যের গোপনীয় কোনও কথা শনার অভ্যাস থাকে তবে এতে তাঁর ক্ষতি হয়।
আচার্য চাণক্য বলেন, অন্যের গোপন কথা শোনার ইচ্ছা মনে জাগাবেন না।
আচার্য চাণক্য এও বলেছেন যে কাউকে কখনও অন্য লোকের গোপন কথা শোনার জন্য জোর করা উচিত নয়।
আচার্য চাণক্যের মতে, অন্যের সম্পদ অর্জনের লোভ যেমন চুরি বলে ধরা হয় তেমনই অন্যের গোপন কথা শোনাও পাপ।
আচার্য চাণক্য বলেছেন যে সামাজিক দিক থেকেও এটি ভাল বলে বিবেচিত হয় না। এটা না করাই ভালো।
পাশাপাশি তিনি এও বলেছেন, কখনও নিজের ব্যক্তিগত তথ্য অন্য কাউকে বলা উচিত নয়।
Related Stories
ঘরের ময়লা সাফ হবে চিরুনির এক ঘষাতেই, টেকনিক শিখে নিন
হোটেলে বিছানায় রাখা এই কাপড়ের টুকরো কী কাজে লাগে জানেন?
নারকেলের খোসা ছাড়ানোর এটাই সবচেয়ে সহজ কায়দা
পানসে লাগবে না মাছের ঝোল, মানুন বাঙালির ৫ টিপস