28 AUGUST, 2024
BY- Aajtak Bangla
সন্তানের সামনে ভুলেও করবেন না এই ৪ কাজ, অমানুষ হবে
আচার্য চাণক্যকে ভারতের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ ও পণ্ডিত হিসেবে বিবেচনা করা হয়। তিনি তাঁর নীতিশাস্ত্রে জীবনে সাফল্য পাওয়ার নিয়ম জানিয়েছেন।
চাণক্য তাঁর নীতিশাস্ত্রে এমন তিনটি বিষয় উল্লেখ করেছেন যা বাবা-মায়ের সন্তানদের সামনে কখনই করা উচিত নয়।
আচার্য চাণক্যের মতে, বাবা-মায়ের উচিত তাদের সন্তানদের সামনে চিন্তা করে কথা বলা। আপনার ভাষা এবং কথাবার্তায় অশালীন আচরণ করা উচিত নয়।
অহংকার, বিদ্বেষ, রাগ, অপমান থেকে শিশুদের দূরে রাখুন। এতে শিশুরা কখনোই ভাল মানুষ হতে পারবে না।
বাবা-মায়েরা কখনই তাদের সন্তানদের সামনে একে অপরকে অপমান করবেন না। এটি শিশুদের উপর নেতিবাচক প্রভাব পড়ে।
বাবা-মাদের কখনই তাদের সন্তানদের সামনে মিথ্যা বলা উচিত নয়। যে মা-বাবা এটা করে তারাও তাদের সন্তানদের চোখে নিজের প্রতি সম্মান হারিয়ে ফেলে।
আর যদি সন্তানেরা নিজেরাই মিথ্যে বলার অভ্যাস মেনে নেয়, তাহলে মা-বাবার জন্য তাদের ভাল মূল্যবোধ দেওয়া কঠিন হবে।
বাবা-মায়েরা কখনই শিশুদের সামনে অন্যায় কাজে উৎসাহিত করবেন না। প্রথম থেকেই তাদের সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে শেখান।
Related Stories
শুক্তো এভাবে রান্না করলে অনুষ্ঠানবাড়ির মতো হবে, রেসিপি
মাটনের ঝোল হতে হবে লাল লাল, লঙ্কাগুঁড়ো ছাড়াই রং আনবে এই পাতা
সস্তার পুঁটি মাছ খেলে শরীরে এসব হয়, দামি মাছ খাওয়া ছাড়ুন তো
রোজ লবঙ্গ চিবোলে এসব উপকার হয়, জেনে রাখুন