6  October, 2024

BY- Aajtak Bangla

 এমন কাছের লোকের থেকে সাপও ভাল, সাবধান করেছেন চাণক্য

আচার্য চাণক্যকে পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিতদের মধ্যে গণ্য করা হয়।

আচার্য চাণক্য অনেক নীতি প্রণয়ন করেছেন যা যুবকদের উপকার করে চলেছে।

আচার্য চাণক্য তার নীতিতে সাফল্যের গুণাবলী বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন।

আচার্য চাণক্য এক নীতিতে  সাপকে মানুষের চেয়ে শ্রেষ্ঠ বলে বর্ণনা করেছেন।

জেনে নিন এর কারণ।

চাণক্য বলেছেন, দুর্জনেষু চ সর্বেষু বরম সর্বো ন দুর্জনঃ। সার্পো দানশতি কালেন দুর্জনাস্তু পদে-পদে।।

কথাটির অর্থ- দুষ্ট ব্যক্তি ও সাপ, এই দুইয়ের মধ্যে সাপই ভালো, মন্দ লোক নয়।

আচার্য চাণক্যের মতে, একটি সাপ একবারই কামড়ায়।

অথচ দুষ্ট ব্যক্তি প্রতি পদে পদে কামড়াতে থাকে এবং ক্ষতি করার চেষ্টা করে।