11 January 2025

BY- Aajtak Bangla

সফল হতে মানুন কোকিলের এই গুণ: চাণক্য নীতি

আচার্য চাণক্যের মতে, সাফল্য পেতে হলে কোকিলের থেকে বেশ কিছু বিষয় শিখতে পারেন।

চাণক্যের মতে, কোকিলের গলায় প্রচুর মাধুর্য্য থাকে। সেই কারণে সকলে তাকে পছন্দ করে।

চাণক্য বলেছেন, কোনও ব্যক্তির বক্তব্যই তাঁর পরিচয়। তাঁর আচার-আচরণ প্রকাশ পায় তাঁর কথাবার্তার মাধ্যমেই।

চাণক্যর মতে, কথাবার্তাই একমাত্র জিনিস যা এক মুহূর্তে কাউকে বন্ধু এবং কাউকে শত্রু করে তুলতে পারে।

এই কারণে আচার্য চাণক্য বলেছেন, প্রত্যেকের উচিৎ, কোকিলের মতো মিষ্টি ভাষা বজায় রাখা।

যার মধ্যে কোকিলের এই গুণ আছে তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।

এই ধরনের ব্যক্তি কেবল তার কথার ভিত্তিতে জীবনে সাফল্য এবং অগ্রগতি অর্জন করতে পারে।

কারও নামে ভাল কথা বলতে না পারলে চুপ থাকুন। কিন্তু কখনও কারও নামে নিন্দা করা একেবারেই উচিৎ নয়।

যে ব্যক্তি মিষ্টি কথা বলে, সবার সঙ্গে তার বন্ধুত্ব থাকে। অন্যদিকে যে ব্যক্তি কটু কথা বলে, তাকে সকলে এড়িয়ে চলতে শুরু করে।