17 July,, 2024

BY- Aajtak Bangla

অফিসের খারাপ সহকর্মীকে মাত দিন, মুরগির থেকে শিখুন ৪ গুণ: চাণক্য

জীবনে সাফল্যের পাঠ দেয় চাণক্য নীতি। তাঁর নীতি মেনে চললে সাফল্য আসতে বাধ্য।

চাণক্যের মতে, মোরগের থেকে ৪ অভ্যাস শিখলে শত্রুরা এঁটে উঠতে পারবে না। জীবনে পাবেন সাফল্য।

চাণক্যনীতি অনুযায়ী, মোরগ রোজ ব্রহ্ম মুহূর্তে ওঠে। সাফল্য চাইলে রোজ ভোরে ঘুম উঠুন।

সকালে ঘুম থেকে উঠলে হাতে অনেক সময় থাকে। প্রচুর কাজ করতে পারবেন। এগিয়ে যাবেন। 

মোরগের দ্বিতীয় স্বভাব হল, সবসময় কাজ করতে তৈরি থাকুন। অলস হবেন না। 

চাণক্য বলছেন, অলস মানুষ সবসময় পিছিয়ে পড়ে। তাই আলস্য ঝেড়ে তৈরি হোন।

মোরগের তৃতীয় অভ্যাস, সবাইকে ভাগ করে খায়। তাই মোরগের মতো মিলেমিশে থাকলেই সাফল্য।

জীবনে সফল হতে চাইলে সকলকে নিয়ে এগিয়ে চলুন। বিশ্বাসযোগ্য লোক সঙ্গে থাকলে সাফল্য আসবে।

মুরগীর আর একটি অভ্যাস, নির্ভয়ে থাকা। যে ভয়ডরহীন থাকে সে উন্নতি করে। 

চাণক্য বলছেন,মন ও শরীর থেকে উৎসাহে ভরা ব্যক্তিই সব কাজে সফল হন। অন্যের চেয়ে বেশি ভাল কাজ করেন।